কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : বড় ধাক্কা রাজ্যের। সিঙ্গুরের জমি নিয়ে ‘আরবিট্রেশনে’ জয় পেল টাটা মোটরস । পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৭৬০ কোটি টাকা পাবে তারা। সঙ্গে যুক্ত হবে ৬ কোটি টাকা সুদ। সবমিলিয়ে টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। জানিয়ে দিল আদালত। সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল সোমবার এই নির্দেশ দিয়েছে বলে টাটা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে।
টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে রাজ্য সরকারকে সুদও দিতে হবে। ট্রাইব্যুনালের এই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করবে বলেই অনুমান। যদিও এবিষয়ে নবান্নের তরফে এখনও কিছু বলা হয়নি।
এদিন একটি বিবৃতি দিয়ে টাটার তরফে বলা হয়েছে, ‘২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে ট্রাইব্যুনাল। এছাড়া ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ সুদ দিতে বলা হয়েছে।’