বারাবাঙ্কি, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুইজন আহত হয়েছে। রবিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের বারাবাঙ্কির রামনগর থানার গণেশপুর মোদের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ট্রলিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বারাবাঙ্কি-বাহরাইচ জাতীয় সড়ক-২৮ চৌকা ঘাটের কাছে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার ট্র্যাক্টরটিকে জোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ট্রাক্টরে থাকা পাঁচজনের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়, দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিএইচসি থেকে জেলা হাসপাতালে রেফার করা হয়। থানার ইনচার্জ রত্নেশ পান্ডে জানান, মৃতদের নাম, রঞ্জিত কুমার(৩০), রমেশ গৌতম (৫০) এবং মোহিত।