নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৩০ অক্টোবর : গোবিন্দপুর এলাকায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ এক অসহায় গৃহবধূ আজ কৈলাশহর মহিলা থানার দ্বারস্থ হয়েছে। প্রাপ্ত সংবাদে জানা গেছে, যে সুখরাম মুন্ডা, পিতা নাম মৃত রবি মুন্ডা, বিগত ১৫ বছর পূর্বে কমলপুর এলাকার বাসিন্দা করুণা নমঃশূদ্র নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে। বিবাহের কিছুদিন ভালোভাবে কাটলেও পরবর্তীকালে করুণা নমঃশূদ্রের উপরে নেমে আসে স্বামীর অমানবিক নির্যাতন। প্রতিনিয়ত বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করে সুখ রাম মুন্ডা। টাকার জন্য তাকে মারধর করতো বলেও অভিযোগ করেছে করুণা নমঃশূদ্র। এমনকি অত্যাচারে অতিষ্ট হয়ে কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলেও সুখ রাম ত্রিপুরা আরো টাকা দাবি করতে থাকে বলে অভিযোগ তার স্ত্রীর।
এমনকি, রবিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ অতিরিক্ত মদ্যপান করে এসে সুখরাম মুন্ডা তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ। বর্তমানে করুণা নমশূদ্র তার তিন সন্তানকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে। সুখরাম মুন্ডা তার স্ত্রীকে হুমকি দেয় যদি আজ তার স্ত্রী বাপের বাড়ি থেকে টাকা এনে তাকে না দেয় তাহলে করোনা নমশূদ্র কে বালিশ চাপা দিয়ে সে মেরে ফেলবে। তাই একপ্রকার বাধ্য হয়ে আজ কৈলাশহর মহিলা থানায় করুণা নমঃশূদ্র তার স্বামী সুখরাম মুন্ডার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে।