শীতকালীন কর্ম পরিকল্পনার অধীনে সমস্ত প্যারামিটার নিয়ে কাজ করছে দিল্লি সরকার : গোপাল রাই

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে দূষণের পরিস্থিতি ক্রমশ বেড়েই চলেছে। এই আবহে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, শীতকালীন কর্ম পরিকল্পনার অধীনে সমস্ত প্যারামিটার নিয়ে কাজ করছে দিল্লি সরকার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, গত বছরের ২৯ অক্টোবর দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯৭ এবং গতকাল তা ছিল ৩২৫। সুতরাং বাতাসের উন্নতি হয়েছে।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই আরও বলেছেন, “আমরা আরও উন্নতি করার চেষ্টা করছি। আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলির জন্য প্রস্তুতি নিচ্ছি, দিল্লির সমস্ত শিল্প ইউনিট দূষিত জ্বালানি থেকে প্রাকৃতিক গ্যাসে স্থানান্তরিত হয়েছে৷ কেউ দূষিত জ্বালানি ব্যবহার করছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য আমরা একটি দল গঠন করেছি। যখন লাল সিগন্যাল থাকবে, তখন আমি দিল্লির জনগণকে তাঁদের গাড়ির ইঞ্জিন বন্ধ করার আবেদন জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *