রাঁচি, ৩০ অক্টোবর, (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। বহু ট্রেনযাত্রী আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি গভীর দুঃখ পেয়েছেন।
মৃতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।