স্ত্রীর মাথা এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ৮৮ বছরের বৃদ্ধ

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা এলাকায়। বৃদ্ধার মাথা, মুখে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। ৮৮ বছরের এক বৃদ্ধ ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর মাথা এবং মুখে একাধিক বার আঘাত করেন বলে অভিযোগ। আক্রান্ত ৬৩ বছর বয়সি জামিলা বেগমকে হাসপাতালে নিয়ে যান তাঁর পুত্র। পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মহম্মদ কাসেমকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী নিয়ে বাড়িতে গোলমাল বেধেছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।