মারগ্রাম, ২৯ অক্টোবর (হি. স.): স্ত্রীর সঙ্গে ঝামেলার মধ্যেই আচমকা অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। আহত হয়েছেন ওই মহিলার নাতি ও আরও একজন । ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযুক্তের। চাঞ্চল্য়কর এ ঘটনা ঘটেছে বীরভূমের মাড়গ্রামের মহিল্লাপাড়ায়।
সূত্রের খবর, সেখানেই আক্রান্ত মহিলা তাঁর মেয়ের বাড়িতে এসেছিলেন। অভিযোগ, এদিন আচমকা সেখানে আসেন তাঁর স্বামী। নানা বিষয় নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। তখনই আচমকা ওই ব্যক্তি তাঁর স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। এদিকে সেই সময় ঘটনাস্থলে ছিল আক্রান্ত মহিলার নাতিও। সে ছাড়াও আরও দুইজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের গায়েও ছিটকে পড়েছে অ্যাসিড। আক্রান্ত মহিলা বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যখন এই ঘটনা ঘটে সেই সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু, ঘটনার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। খোঁজ চালাচ্ছে মাড়গ্রাম থানার পুলিশ। অভিযুক্তর বাড়ি মাড়গ্রাম থানা এলাকার বনতা গ্রামে।
ঘটনায় আক্রান্ত মহিলার মেয়ে বলেন, “ওদের মধ্যে ঝামেলা চলছিল অনেকদিন থেকেই। এরইমধ্যে আমাদের বাড়িতে এসেছিল আমার মা। বাবা সেটা কোনওভাবে জানতে পারে বাবা সেখানে আসে। ফের ঝামেলা শুরু করে। কথা কাটাকাটি হয়। পকেটেই অ্যাসিডের বোতল নিয়ে এসেছিল। কিন্তু, আমরা ভেবেছি মদের বোতল। সব সময় তো বাবার পকেটে ওটা থাকে। আচমকা কথা কাটাকাটির মধ্যে মায়ের গায়ে ওটা ঢেলে দিয়ে পালিয়ে যায়।”