BRAKING NEWS

পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধ পিতা, থানায় মামলা, আক্রান্ত পিতা হাসপাতালে চিকিৎসাধীন 

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৯ অক্টোবর: 

পুত্রের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা। ঘটনা  সোনামুড়া থানার অন্তর্গত দশরথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের মধুচরণ পাড়ায়। অভিযুক্ত পুত্রের নাম জ্যেষ্ঠ মোহন দেববর্মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আক্রান্ত পিতা জানিয়েছেন আকণ্ঠ মদ্যপান করে তার পুত্র জ্যেষ্ঠ মোহন দেববর্মা প্রতিনিয়তই তার ওপর অত্যাচার চালাতো। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে বহুবার সালিশি সভাও হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ অভিযুক্ত পুত্রের আক্রমণে বৃদ্ধ পিতার একটি হাত ভেঙ্গে গেছে। স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত পুত্রকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এ ধরনের ঘটনাকে মারাত্মক সামাজিক অবক্ষয়ের ঘটনা বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *