BRAKING NEWS

বিতর্ক এড়াতে বালুর গ্রেফতারির খবর সাত ঘণ্টার মধ্যেই স্পিকার জানাল ইডি


কলকাতা, ২৮ অক্টোবর  (হি.স.): ২০১৪ সালের ডিসেম্বর মাসে তৎকালীন পরিবহণমন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। সে বার তাঁকে যথা সময়ে গ্রেফতারির খবর না জানানোর অভিযোগ করেছিলেন স্পিকার। এ বার মন্ত্রীর গ্রেফতারির নিয়ে অনেক বেশি সতর্ক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আর তাই শুক্রবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করার পরেই সকাল সকাল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে সেই বিষয়ে অবগত করালেন তাঁরা।

বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়ের বাড়িতে অভিযান শুরু করে ইডি। অনেক রাতে গ্রেফতার করা হয় বনমন্ত্রীকে। তার পর আর কালবিলম্ব না করে স্পিকারকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম গ্রেফতারির খবর কোথায় জানানো হবে তা নিয়েই ধন্দে ছিল ইডি। কারণ পুজোর ছুটির কারণে পশ্চিমবঙ্গ বিধানসভা বন্ধ রয়েছে। আগামী সোমবার থেকে সব সরকারি অফিসের মতোই বিধানসভার দফতরও খোলা হবে।

এ ক্ষেত্রে গ্রেফতারির খবর স্পিকারের দফতরে ইমেল বা ফ্যাক্স করে জানানোর সুযোগ ছিল না ইডির কাছে। যদি স্পিকারের দফতরকেই বিষয়টি জানাতে হয় তাহলে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। কিন্তু জ্যোতিপ্রিয়ের গ্রেফতারি নিয়ে আর স্পিকারের অভিযোগের সম্মুখীন হতে চায়নি ইডি, এমনটাই সূত্রের খবর। তাই সিদ্ধান্ত হয়, সোমবার পর্যন্ত অপেক্ষা না করে সরাসরি গ্রেফতারির খবর জানানো হবে বিমানকে।

সেই মতো শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে জ্যোতিপ্রিয়ের গ্রেফতারির খবর জানানো হয় তাঁকে। স্পিকার নিজেও সে কথাই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *