অমৃতকালের অপার সুযোগের সদ্ব্যবহার করে পড়ুয়াদের দেশ গঠনে অবদান রাখতে হবে : অনুরাগ ঠাকুর


হামিরপুর, ২৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শনিবার বলেন, অমৃতকালের অপার সুযোগের সদ্ব্যবহার করে দেশ গঠনে বিশেষ অবদান রাখতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) হামিরপুরের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে শনিবার অনুরাগ সিং ঠাকুর পড়ুয়াদের উদ্দেশে একথা বলেন।

শনিবার অনুরাগ সিং ঠাকুর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ইনস্টিটিউটের ১২৬৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এই উপলক্ষে সমস্ত ছাত্রদের অভিনন্দন জানিয়ে অনুরাগ সিং ঠাকুর বলেন, আজ পড়ুয়াদের কঠোর পরিশ্রমের ফলে তাদের সাফল্য উদযাপন করা উচিত। এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আজকের ভারত দ্রুত উচ্চতায় পৌঁছেছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। অমৃতকালের পরবর্তী ২৫ বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের এই অপার সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যাওয়ার এবং জাতি গঠনে তাদের সেরা অবদান রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ভারতের প্রতিভাবান যুবকরা আমেরিকা এবং অন্যান্য উন্নত দেশে তাদের প্রতিভা প্রদর্শন করেছে এবং বিশ্বের অনেক শীর্ষস্থানীয় কোম্পানিতে শীর্ষ পদে কাজ করছে। আমাদের তরুণরা যদি সেখানে ভালো করতে পারে তাহলে তারা তাদের দেশ ও সমাজের জন্যও অনেক কিছু করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *