গোরক্ষপুর, ২৮ অক্টোবর (হি.স.): প্রয়াত হয়েছেন উত্তর প্রদেশের গোরক্ষপুরের গীতা প্রেসের ট্রাস্টি বৈজনাথ আগরওয়াল। বৈজনাথ আগরওয়ালের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, গীতা প্রেসের ট্রাস্টি শ্রী বৈজনাথ আগরওয়ালজির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।
যোগী এক্স মাধ্যমে আরও জানান, গত ৪০ বছর ধরে গীতা প্রেসের ট্রাস্টি হিসাবে, বৈজনাথজির জীবন সামাজিক সচেতনতা এবং মানব কল্যাণে নিবেদিত। তাঁর মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হল। ভগবান শ্রী রামের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের এবং সমগ্র গীতা প্রেস পরিবারকে সমবেদনা জানাচ্ছি।