নদী থেকে ভেসে উঠল এক বিজেপি কর্মীর লাশ, ঘটনা পাথারকান্দিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : চার দিনের মাথায় নদী থেকে ভেসে উঠল এক বিজেপি কর্মীর লাশ। ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার লঙ্গাই নদী‌ থেকে ভেসে উঠল বর্তমান পাথারকা‌ন্দি সম‌ষ্টির বুরুঙ্গা জি‌পির সাত নং ওয়া‌র্ড মেম্বা‌রের প্রতি‌নি‌ধি  বি‌জে‌পি কর্মী তথা ‌বিগত দি‌নের দুবা‌রের নির্বা‌চিত ওয়ার্ড মেম্বারের লাশ। ‌তি‌নি বি‌জে‌পি দ‌লের বুথ সভাপ‌তিও ছি‌লেন। মৃত ব্যক্তির নাম আব্দুল সাত্তার(৪২)। উনার স্ত্রী সহ দু‌টি সন্তান র‌য়ে‌ছে। ঘটনায় এলাকা জু‌ড়ে চাঞ্চ‌ল্য সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত খুনের অভিযোগ উঠতে শুরু করেছে। শুক্রবার সকা‌লে স্থানীয় প‌হেলামু‌লি এলাকার লঙ্গাই নদী‌তে এক ব‌্যক্তির লাশ ভাস‌তে দে‌খে এলাকার জনম‌নে চাঞ্চল‌্য ছড়ায়। প‌রে পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ এ‌সে পচন ধরা লাশ‌টি নি‌জে‌দের হেফাজ‌তে নি‌য়ে ময়নাতদ‌ন্তে পাঠায়। পরিবার সূত্রে খবর, গত মহানবমীর দিন অর্থাৎ সোমবার থে‌কে তি‌নি বা‌ড়ি থে‌কে নিখোঁজ ছি‌লেন। প‌রে প‌রিবা‌রের প‌ক্ষে পাথারকা‌ন্দি থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দা‌য়ের করা হয়। ‌কিন্তু যথা সম‌য়ে এ কা‌ন্ডে পু‌লিশ তদ‌ন্তে না‌মে‌নি ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। মৃ‌তের প‌রিবা‌রের ধারনা আব্দুল সাত্তারকে কে বা কারা অপহরণ ক‌রে শে‌ষে খুন ক‌রে মৃত‌দেহ গুম করার জন‌্য লঙ্গাই নদীর জ‌লে ফেলেছে। ঘটনায় মৃ‌তের প‌রিবারের লো‌কেদের অভিযোগ এই মৃত্যুর পেছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।