BRAKING NEWS

পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের শারদ সম্মাননা আগামী ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৯ অক্টোবর আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এই বছরও শারদ সম্মাননা প্রদান করা হবে। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড অফিসে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে উপস্থিত ছিলেন নিগমের দক্ষিন জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, ২৯ অক্টোবর শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। এই বছর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে যথাক্রমে মিলন চক্র ক্লাব, ত্রিবেণী সংঘ ও উদীয়মান সংঘকে। শ্রেষ্ঠ মূর্তির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে সমাজ কলান সংঘ, সেবক সংঘ ও প্রতাপগড় বয়েজ ক্লাবকে। স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পূজার আয়োজনের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে স্বামী বিবেকানন্দ ক্লাব, সংঘশ্রী ক্লাব ও এম. বি.টিলা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে। শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতা মূলক প্রচারের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে আপন জন ক্লাব, ত্রিশক্তি ক্লাব ও দুর্গাপল্লী সামাজিক সংস্থাকে। বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গিকারের জন্য পুরুস্কার প্রদান করা হবে অরবিন্দ সংঘ, শুকতারা সংঘ ও ভারত মাতা ক্লাবকে। সুশৃঙ্খল পূজার আয়োজনের জন্য কৌরবস ক্লাব, মাস্টারদা সূর্যসেন যুব সংস্থা, ও নেতাজি ক্লাবকে পুরুস্কার প্রদান করা হবে। শ্রেষ্ঠ স্মরণিকা ঐকতানের জন্য জনকল্যাণ সমিতিকে পুরুস্কার প্রদান করা হবে। এছাড়াও বিশেষ পুরুস্কার প্রদান করা হবে ৬ টি ক্লাবকে। সেরার সেরা হিসাবে পুরুস্কার প্রদান করা হবে মৌচাক ক্লাবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *