নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ অক্টোবর : জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার কিং কোবরা সাপকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। উওর জেলার শনিছড়া এলাকায় একটি বাড়ি থেকে একটি বিরল প্রজাতির প্রায় আট ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করে পানিসাগর মহকুমার জুরি ফরেস্ট প্রটেকশন ইউনিট এর বনকর্মীরা। জানা গেছে বিরল প্রজাতির সাপটি দেখতে পেয়ে প্রথমে খবর দেওয়া হয় শনিছড়া ফরেস্ট বিট অফিসে। শনিছড়া বিট অফিসে সাপ উদ্ধারের সুবন্দোবস্ত না থাকাতে খবর পাঠানো হয় পানিসাগর জুরিস্থিত ফরেস্ট ইউনিটে। জুরি ফরেস্ট কর্মীরা ছুটে গিয়ে কদমতলা থেকে স্নেক্স সেভার কাজল নাথকে দিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে রৌয়া অভয়ারণ্যে। জনবহুল এলাকায় বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধারে গোটা শনিছড়া এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জঙ্গল এলাকা দিনে দিনে সংকীর্ণ হয়ে আসায় বন্য বিষধর প্রজাতিরা জন মানব পূর্ণ এলাকায় এসে ভিড় জমাতে শুরু করেছে।