আগরতলা, ২৭ অক্টোবর: ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তৈল সরবরাহের সূচনা করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পূর্ব ঘোষিত অনুযায়ী আজ থেকে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সরকারী ন্যায্য মূল্যের দোকানের ভর্তুকি মূল্যে রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল সরবরাহ সূচনা হয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার কয়েকটি ন্যায্য মূল্যের দোকানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে লক্ষ্মী পুজোর প্রাক মুহূর্তে সরকারী ভর্তুকি মূল্যে সঠিক গুণমান সম্পন্ন রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল তুলে দিয়েছেন।
এদিন শ্রী চৌধুরী সুর চড়িয়ে বলেন, শারদোৎসবের প্রাক্কালে রাজ্যের সহজ-সরল জনগণকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছিল বিরোধীদল। বিভিন্নভাবে তারা জনগণকে বিভ্রান্ত করেছিল।
এদিন তিনি সবাইকে আশ্বস্ত করেছেন, আগামী দীপাবলী উৎসবের আগে রাজ্যের প্রত্যেকটি ন্যা্য্য মূল্যের দোকানের মাধ্যমে উপভোক্তারা তাদের সরকারী ভর্তুকি মূল্যে প্রাপ্য সরিষার তৈল হাতে পেয়ে যাবেন।

