কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): ইডির জালে জ্যোতিপ্রিয় মল্লিক পড়ার পর তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। এর মাঝেই আদালতে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালতে দাবি ইডির গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় একটি মেরুন ডায়েরি। সেই মেরুন ডায়েরিতে ‘বালুদা’ বলে নাম উল্লেখ ছিল, আদালতে দাবি ইডির। এদিকে, রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থা। এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, খবর ইডি সূত্রে। ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে।
ইডি সূত্রে খবর, জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে। বাকিবুর ও মন্ত্রীর পিএকে জিজ্ঞাসাবাদে একাধিক গুরত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে।