আগরতলা, ২৭ অক্টোবর : আগামী ৩০ এবং ৩১শে অক্টোবর দিল্লিতে জাতীয় স্তরে মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে নেহেরু যুব কেন্দ্রের প্রায় আটশ স্বেচ্ছাসেবক আজ এক বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটি রেল স্টেশনে দিল্লীগামী এই প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান | মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মা এই বিশেষ ট্রেনের যাত্রার সুচনে করেন |
উল্লেখ করা যেতে পারে, মেরি মাটি মেরা দেশ শীর্ষক জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যের প্রত্যেক ব্লক থেকে চাল ও মাটি সংগ্রহ করে তা ৫৮টি মাটির কলসে ভর্তি করে নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা গতকাল আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা করেছেন|
স্বেচ্ছাসেবকরা সাথে করে জলও নিয়ে যাচ্ছেন। যা দিল্লির কর্তব্যপথে তৈরি হতে যাওয়া অমৃতবাটিকাতে উত্সর্গ করা হবে। জাতীয় স্তরের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন|