রাজধানীতে যান সন্ত্রাসের জেরে আহত দুই, গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর : যান দুর্ঘটনা নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও একাংশ যান চালকদের তীব্র গতির জেরে এই দুর্ঘটনা অব্যাহত রয়েছে। যান দুর্ঘটনা রুখতে ট্রাফিক দফতরের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার পরেও রাজ্যজুড়ে দুর্ঘটনা অব্যাহত।  যান চালকদের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণে নেই যান চলাচল। প্রতিনিয়ত ঘটে চলেছে যান দুর্ঘটনা। এবার রাজধানী লাগোয়া কাশিপুরের চানপুর এলাকায় স্কুটি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় দুই জন।আহতরা হল সৌরভ ভৌমিক ও স্বপন দেবনাথ। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। এক দমকল কর্মী জানান ওনাদের কাছে খবর আসে চানপুর এলাকায় একটি স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই জন আহত হয়েছে। সাথে সাথে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা যায়।