নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ২৫ অক্টোবর:
মহানবমীর দিনে বাস গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যাক্তির এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কৈলাশহর কীর্তনথলি এলাকায়। প্রাপ্ত সংবাদে জানা যায়, যে মিলন দেবনাথ দীর্ঘ বছর ধরে স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে কৈলাশহর কীর্তনতলী এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন । তিনি কৈলাসহরের একটি মিষ্টির দোকানে কাজ করতেন প্রতিদিনের মত সকাল বেলাও তিনি দোকানে যাবার উদ্দেশ্যে উনার ভাড়াঘর থেকে বের হয়ে আসেন কীর্তনতলী এলাকায় পেছনদিক থেকে AS01HC1401 নম্বরের একটি দ্রুতগতিতে বাস গাড়ি এসে উনাকে সজোরে ধাক্কা মারে । যার ফলে উনি মাটিতে ছিটকে পড়ে যান। উনার মাথায় এবং মুখের মধ্যে প্রচন্ডভাবে আঘাত লাগে। তারপর স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন।। ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাস গাড়ি চালানো শিখছিলেন চালক। আর শিখতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলায় ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ। গিয়ে বাস গাড়ি এবং বাস গাড়ির চালককে কৈলাসহর থানায় নিয়ে আসে । বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে সেই বাস গাড়ি চালক। পাশাপাশি মিলন দেবনাথের স্ত্রী অপর্ণা চক্রবর্তী দেবনাথ বাস গাড়ির চালকের বিরুদ্ধে কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।