জ্ঞান ও শিক্ষা সবচেয়ে প্রভাবশালী রূপান্তর প্রক্রিয়া : উপ-রাষ্ট্রপতি ধনখড়

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): অতিপ্রয়োজনীয় সামাজিক পরিবর্তন আনতে সবচেয়ে প্রভাবশালী রূপান্তর প্রক্রিয়া হল জ্ঞান ও শিক্ষা। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার আইআইটি দিল্লির পড়ুয়াদের উদ্দেশে বক্তৃতায় উপ-রাষ্ট্রপতি বলেছেন, গত কয়েক বছরে শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, আইআইটি বর্তমানে সারা দেশে সবচেয়ে স্বীকৃত ব্র্যান্ড।

উপ-রাষ্ট্রপতি ধনখড় আশা প্রকাশ করে বলেন, ভারত ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হবে। ধনখড়ের কথায়, এখন বিশ্ব আশা ও প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, ভারত অনেক বিষয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। তিনি বলেন, আইআইটি দিল্লি বিচারিক সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা উপলব্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। দেশকে সর্বদা সর্বাগ্রে রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান উপ-রাষ্ট্রপতি।