আগরতলা, ২৫ অক্টোবর: পুজোর মরশুমে রাজ্যে চুরি থেমে নেই। রাজ্যের ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন।এরই মধ্যে গতকাল রাতে আনন্দনগর এলাকার বাড়ির মালিকের অনুপস্হিতিতে হাত সাফাই করল চোরের দল।
বাড়ির মালিক জানিয়েছেন, গতকাল সন্ধ্যা নাগাদ দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে সপরিবারের গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে চুরি যাওয়ার ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের সদস্যরা। সাথে সাথে থানায় খবর দেওয়া হয়েছিল।
চোরের দল হানা দিয়ে নগদ ৫০ হাজার টাকা সহ ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বলে জানান তিনি।

