প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আন্তঃবিশ্বাস সভায় ভাষণ দেন। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বাড়াতে সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্প্রীতির গুরুত্ব বোঝা প্রয়োজন। রাষ্ট্রপতি আরও বলেছেন, মনুষ্য জীবনে ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এবং ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে স্বস্তি, আশা এবং শক্তি প্রদান করে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, প্রার্থনা এবং ধ্যান মানুষকে অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিতিশীলতা অনুভব করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শান্তি, প্রেম, পবিত্রতা এবং সত্যের মতো মৌলিক আধ্যাত্মিক মূল্যবোধই মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। রাষ্ট্রপতি বলেন, এ সব মূল্যবোধ বিহীন ধর্মীয় আচার মানুষের উপকার করতে পারে না। তিনি বলেন, প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য। রাষ্ট্রপতির কথায়, তিনি বলেন, ভালোবাসা ও মমতা ছাড়া মানবতা টিকে থাকতে পারে না। রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ যখন একত্রে সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন সমাজ ও দেশের সামাজিক কাঠামো শক্তিশালী হয়।