নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): শীতের আগমণ এখনও সেভাবে হয়নি, অথচ রাজধানী দিল্লিতে দূষণের পরিমান বেড়েই চলেছে। বুধবারও বায়ুদূষণের কবলে ছিল রাজধানী দিল্লি। এদিন সকালে দিল্লিতে বাতাসের গুণগতমান ছিল ১৯০, যা ‘মন্দ’ পর্যায়ের মধ্যেই পড়ে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডাও বায়ুদূষণের কবলে। সেখানে এদিন সকালে বাতাসের গুণগতমান ছিল ২১৮। বায়ুদূষণের ফলে চোখে জ্বালা, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে প্রাতঃভ্রমণকারীদের।
সকালে ইন্ডিয়া গেটে এক প্রাতঃভ্রমণকারী বলেছেন, “শীত এখনও শুরু হয়নি, কিন্তু দূষণের মাত্রা ইতিমধ্যেই বেড়ে চলেছে।” দিল্লিতে গাড়ির সংখ্যা বৃদ্ধিকে দায়ী করে রাকেশ নামে এক প্রাতঃভ্রমণকারী বলেছেন, রাজধানীতে দূষণ বেড়েই চলেছে, সকালে আমরা সেভাবে হাঁটতে পারছি না, এর প্রধান কারণ হল অতিরিক্ত যানবাহন চলাচল।”