নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ২৫শে অক্টোবর :-
সামাজিক অবক্ষয়ের নির্মম চিত্র দেখলো বিলোনিয়া। জেঠুর রোশানল থেকে ভাতিজি অল্পেতে বড়সর বিপদ থেকে বাঁচল সাত বছরের নাবালিকা। বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকার আপন দেবনাথ এর সাত বছরের মেয়েকে অ্যসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তারই সম্পর্কে জেঠু নিমাই দেবনাথ। অভিযোগ এদিন বিকেলে আপন দেবনাথের ৭ বছরের শিশু কন্যা তার ভাইয়ের ছেলের সাথে খেলার ছলে বিবাদে জড়িয়ে পড়ে। এই ঘটনা দেখতে পেয়ে আপন দেবনাথের ভাই নিমাই দেবনাথ ছোট ছেলে মেয়েদের ঝগড়া মিটিয়ে দেওয়ার পরিবর্তে ঘর থেকে রাবারের এসিড এনে সাত বছরের শিশু কন্যাটির গায়ে ঢেলে দিতে যায় বলে অভিযোগ। তখন মেয়েটির আত্ম চিৎকারে ছুটে আসে মেয়েটির বাবা আপন দেবনাথ। তার মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে জড়িয়ে ধরে নিমাই দেবনাথের হাত থেকে বাঁচাতে গেলে নিমাই দেবনাথ রাবারের অ্যসিড তার ভাই আপন দেবনাথের শরীরে ছুড়ে মারে। ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয় আপন দেবনাথ। তাকে সাথে সাথে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আপন দেবনাথ চিকিৎসকের তত্ত্বাবধানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।