গান্ধীনগর, ২৪ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বিজয়াদশমী উপলক্ষ্যে গুজরাটের বহুচর মাতার মন্দিরে পুজো দেন।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী মন্দিরে দুপুরের খাবারও গ্রহণ করেন। মন্ত্রীর মাতার মন্দিরে প্রার্থনা জানানোর একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অমিত শাহ সোশ্যাল মিডিয়া এক্স-এ দেশবাসীকে বিজয়াদশমীর শুভেচ্ছা জানিয়েছেন।প্রতিবছর দেশজুড়ে বিজয়াদশমী পালিত হয়। এবছরও নবরাত্রির শেষে বিজয়াদশমী বা দশেরা পালিত হচ্ছে।