BRAKING NEWS

ঝাড়খণ্ডের কোডার্মায় ডিভাইডারের সঙ্গে বাইকের ধাক্কা লেগে মৃত ১, আহত ২

কোডার্মা, ২৪ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের কোডার্মায় ডিভাইডারের সঙ্গে বাইকের ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। দুইজন আরোহী গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে কোডার্মার চান্দওয়ারা থানার অন্তর্গত উরমা মোদ জম্মুখাদির কাছে। মৃতের নাম বিক্রম কুমার (২৫)। আহতরা হলেন সানি কুমার (২২), বিনয় কুমার (২০)। তিন যুবক মোটরসাইকেলে করে বারি মেলা দেখতে যাচ্ছিলেন। চাঁদোয়ারা উরওয়া মোড় জামু উপসাগরের কাছে বাইকটি ডিভাইডারে ধাক্কা দিলে বাইক আরোহী তিন যুবক গুরুতর আহত হয়। গ্রামবাসীরা তিনজনকে কোডার্মা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিক্রম কুমারকে মৃত ঘোষণা করে। সানি কুমারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে রিমসে রেফার করা হয়। বিনয় নামক যুবকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেয় কোডার্মা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *