BRAKING NEWS

সরকারের প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত কর্মীরা সময়মতো পেনশন সুবিধা পাচ্ছেন: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : সরকারের প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত কর্মীরা সময়মতো পেনশন সুবিধা পাচ্ছেন, সোমবার একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

তিনি এদিন ‘অনুভব’ পুরস্কার – ২০২৩ উপস্থাপনা অনুষ্ঠান, সর্বভারতীয় পেনশন আদালত এবং প্রাক-অবসরকালীন কাউন্সেলিং (পিআরসি) কর্মশালায় বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি জানান, ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কারগুলি সুদূরপ্রসারী ইতিবাচক সামাজিক প্রভাব ফেলেছে। ডাঃ জিতেন্দ্র সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বহু প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন প্রাক-অবসরকালীন কাউন্সেলিং ওয়ার্কশপ, অভিজ্ঞতা পুরস্কার এবং পেনশন আদালত প্রভূত। এই প্রশাসনিক উদ্যোগের আওতায় প্রতিবছর অবসর গ্রহণকারী বিপুল সংখ্যক কর্মচারীদের সময়মত পেনশন সুবিধা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, কোভিড মহামারীর সময়েও পেনশন পরিষেবা প্রদানে কোনওরকম বিলম্ব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *