নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী স্পিনার বিষাণ সিং বেদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় সোমবার গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রখ্যাত ক্রিকেটার শ্রী বিষান সিং বেদী জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খেলাধুলোর প্রতি তাঁর আবেগ ছিল অটুট এবং তাঁর অনুকরণীয় বোলিং পারফরম্যান্স ভারতকে অসংখ্য স্মরণীয় জয়ের দিকে নিয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করে যাবেন তিনি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী স্পিনার বিষাণ সিং বেদী ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। এক দিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। মনসুর আলি খান পাটৌডির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরে ভারতের অধিনায়ক হন সুনীল গাওস্কর।