আগরতলা, ২৩ অক্টোবর: গোটা রাজ্যজুড়ে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আজ আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে।
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোমতী জেলা এবং এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। পাশাপাশি বজ্র বিদ্যুৎসহ দমকা হওয়ার ও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলতে পারে দমকা হাওয়া। এর বেগ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পর্যন্তও পৌঁছাতে পারে।
মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে প্রবল বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি। ল ত্রিপুরার দক্ষিণ ও গোমতী জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি৷