আগরতলা, ২১ অক্টোবর: পুজোর সময়েও দুর্ঘটনার বিরাম নেই। সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। দমকল বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, আজ জিরানিয়া থানাধীন জয়নগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। স্হানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠালে ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।
আরও জানা গিয়েছে, মৃত যুবক তেলিয়ামুড়া কড়কড়ি এলাকার বাসিন্দা তাপস দাস (২৫)।