নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): পুলিশ স্মৃতি দিবসে দেশের সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “পুলিশ হল মহান সমর্থনের স্তম্ভ, চ্যালেঞ্জের মধ্য দিয়েও নাগরিকদের পথ দেখায় এবং নিরাপত্তা সুনিশ্চিত করে।” প্রতিবছর ২১ অক্টোবর দিনটি পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালিত হয়।
শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “পুলিশ স্মৃতি দিবসে, আমাদের পুলিশ কর্মীদের নিরলস উৎসর্গের প্রশংসা করছি। পুলিশ হল মহান সমর্থনের স্তম্ভ, চ্যালেঞ্জের মধ্য দিয়ে নাগরিকদের পথ দেখায় এবং নিরাপত্তা সুনিশ্চিত করে। সেবার প্রতি তাঁদের অটল অঙ্গীকার বীরত্বের প্রকৃত চেতনাকে মূর্ত করে। যারা চূড়ান্ত আত্মত্যাগ করেছেন, সেই সমস্ত কর্মীদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”