আগরতলা, ২১ অক্টোবর: মহাসপ্তমীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ওই ঘটনায় ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শনিবার সকালে ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সঞ্জয় কলোনি এলাকার বাসিন্দা অনুপ সিং(৩৪) একটি রড নিয়ে মাসির বাড়িতে গিয়েছিলেন।সেখানে গিয়ে রড কাটার মেশিনের উপর রডটি রেখে দেয়। মেশিনের তার বিচ্ছিন্ন থাকায় সঙ্গে সঙ্গে অনুপের দেহে বিদ্যুৎ প্রবাহিত হয়। সঙ্গে সঙ্গেই অনুপ মাটিতে লুটিয়ে পড়ে। পর্রবতী সময়প পরিবারের সদ্যসরা খবর দিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অনুপকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।