শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে অবিলম্বে নির্বাচনের দাবি জানালেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি (গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টি)-র
প্রধান গুলাম নবী আজাদ। তিনি বলেছেন, গত বছরে আমি হয়তো ৫০০-৬০০ জনসভা করেছি, আমরা সর্বত্রই দাবি করেছি নির্বাচন এখানে খুব প্রয়োজনীয়। শুধুমাত্র বিধানসভাই জনগণের সেবা করতে পারে।”
শনিবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবী আজাদ আরও বলেছেন, “অফিসাররা ভাল প্রশাসক কিন্তু তারা যদি বিধায়ক হিসেবে আচরণ করেন, তাহলে সচিবালয় ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের কাজ করা উচিত এবং বিধায়কদের জন্য নির্বাচন হওয়া উচিত।”