BRAKING NEWS

শেষ মুহূর্তে থমকে গেল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, ত্রুটি খুঁজে বের করছে ইসরো


বেঙ্গালুরু, ২১ অক্টোবর (হি.স.): শেষ মুহূর্তে থমকে গেল ভারতের গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ ঘটতে পারেনি। ইঞ্জিন ইগনিশন কোর্সে ঘটেনি। এস সোমনাথ বলেছেন, আমাদের খুঁজে বের করতে হবে কি ভুল হয়েছে; যান নিরাপদ রয়েছে। ২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। সেই অভিযান বাস্তবায়িত করতে শনিবার প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করার কথা ছিল ইসরো-র।

এদিন সকাল আটটার সময় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণ ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। প্রথমে অবশ্য জানানো হয়েছিল, সকাল সাড়ে আটটায় হবে সেই উৎক্ষেপণ। পরে আরও ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ। এরপর ইসরোর চেয়ারম্যান জানান, পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ ঘটতে পারেনি। এস সোমনাথ বলেছেন, বিশ্লেষণের পর আমরা শীঘ্রই ফিরে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *