সন্তোষ ট্রফি ফুটবলে ভাইটাল ম্যাচে মহারাষ্ট্রের কাছে হেরে স্বপ্নচূূর্ণ ত্রিপুরার

মহারাষ্ট্র: ৩

ত্রিপুরা: ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। স্বপ্ন চূর্ণ ত্রিপুরার। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে যে স্বপ্ন ভেঙে খানখান হয়েছিল, পরবর্তী সময়ে অনেক জল ঘোলার কারণে শেষ পর্যন্ত সন্তোষ ট্রফি আসরে অংশ নিয়ে প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে যে চমক তৈরি করেছিল। ক্রমশঃ পরাজয়ের কল্যাণে এখন সেই তকমা বিলীন প্রায়। ডার্ক হর্স, কালো ঘোড়ার সব বিশেষণ এখন অতীত। গ্রুপ চ্যাম্পিয়ন এর আশা শিকেয় তুলে রেখে গ্রুপ রানার্স হয়ে মূল পর্বে খেলার ক্ষীণ প্রত্যাশা এতদিন জিইয়ে রাখতে পারলেও আজ শুক্রবার মহারাষ্ট্রের কাছে ১-৩ গোলে পরাজয় ত্রিপুরা দলকে মূল পর্বের দৌড় থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে। ২২ অক্টোবর, রবিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে লাক্ষাদ্বীপের বিরুদ্ধে ত্রিপুরার খেলা থাকলেও অনুমান করে এটাও বলা যাচ্ছে যে, এই লাক্ষাদ্বীপ শেষ ম্যাচে ত্রিপুরাকে হারিয়ে হয়তো গ্রুপ রানার্সের স্বীকৃতি পেয়ে মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। এই মুহূর্তে তেলেঙ্গানা আজ, শুক্রবার ৭-০ গোলে আন্দামানকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করলেও অন্তিম ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে সাফল্য পায় কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। মহারাষ্ট্রের কোলাপুরে ৭৭ তম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল আসরের এফ গ্রুপের খেলায় আয়োজক মহারাষ্ট্রের কাছে ত্রিপুরা ১-৩ গোলে পরাজিত হয়েছে। প্রথমার্ধে মহারাষ্ট্র এক শূন্য গোলে এগিয়েছিল ত্রিপুরার পক্ষে একমাত্র গোলটি করে লাল ভ্যাঙ্গা ডারলং। তবে ত্রিপুরার ফুটবলাররা এতটাই রাফ খেলেছে যার জন্য পাঁচ জনকে আজ হলুদ কার্ড দেখতে হয়েছে। দিনের প্রথম খেলায় লাক্ষাদ্বীপ ৪-০ গোলে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে তৃতীয় শীর্ষে উঠে এসেছে।