ময়নাগুড়ি, ২০ অক্টোবর (হি.স.) : ষষ্ঠীর সকালে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে জমিতে পড়ে থাকা বিস্ফোরক ফেটে জখম হলেন এক যুবক। শুক্রবার জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোছিমারির এই ঘটনায় জখম দেবাশিস বৈদ্য নামে বছর বাইশের এক যুবক । বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন।
জানা গিয়েছে, এদিন জমিতে কাজ করতে যান দেবাশিস। সেই সময় জমিতে আজানা একটি বস্তু পড়ে থাকতে দেখেন তিনি। সেটি হাতে তুলে নিতেই বিস্ফোরণ ঘটে। এতে জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে কী রকম বিস্ফোরক থেকে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গায় মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হয় আইনুর আলম (৭) নামে এক শিশুর। স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তার হড়পায় সেনার মর্টার শেল ভেসে এসেছিল। আইনুরদের পরিবারের এক সদস্য নদীতে মাছ ধরতে গিয়ে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন। মর্টার শেলটি পরিষ্কার করে খেলছিল আইনুর সহ বাড়িরই আরও কয়েকজন। সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে আইনুরের। আহত হয় আরও ৫ জন।
প্রসঙ্গত, তিস্তার হড়পায় বারদাংয়ে সেনা ছাউনি ভেসে যায়। সেনা জওয়ানদের পাশাপাশি জলের তোড়ে ভেসে যায় অস্ত্র, গোলাবারুদ। সেই সময় ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়িতে তিস্তা নদী থেকে দুই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়। পাশাপাশি ভেসে আসা মর্টার শেলও উদ্ধার হয় উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে। চাঁপাডাঙ্গা থেকেও মর্টার উদ্ধার হয়। আর তা নিয়ে খেলতে খেলতেই ঘটে যায় বিস্ফোরণ।