ক্যানভাস ব্যাগ শাসক দল বিজেপির প্রচারের মাধ্যম, অর্থ নয়ছয়ের অভিযোগ সিপিএমের, তদন্তের দাবি

আগরতলা, ২০ অক্টোবর: দূর্গোৎসবে রাজ্যবাসীকে উপহার দেওয়ার অছিলায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ক্যানভাস ব্যাগের মাধ্যমে নিজেদের প্রচার করছে শাসক দল বিজেপি। জনগণের টাকা বিলিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বিজেপি সরকার। আজ সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে এভাবেই সমালোচনায় বিধঁলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি বিদ্রুপের সুরে বলেন, আজ ত্রিপুরায় বিরোধী দলের সরকার ক্ষমতায় থাকলে এখন পর্যন্ত ইডি, সিবিআই দুয়ারে পৌছে যেত। 

 এদিন শ্রী চৌধুরী বলেন, সম্প্রতিকালে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে সুলভ মূল্যে ন্যা্য্যমূল্যর দোকান থেকে সরিষা তেল সহ বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন। পাশাপাশি পণ্যগুলো গ্রাহকরা বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যানভস ব্যাগ দেওয়া হবে। কিন্তু দেখা গেছে বহুল প্রচারিত উৎসবের উপহার সরকারের ব্যক্তবের সাথে পুরো উল্টো। তাছাড়া, বাস্তব চিত্র ফুটে উঠতেই তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে সাধারণ মানুষ।

তাঁর কটাক্ষ, গোটা রাজ্যে আনন্দের বাতাবরণে অসত্য ও বিভ্রান্ত তথ্য দিয়ে শাসক দল বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।জনগণের টাকা বিলিয়ে মন্ত্রী, প্রধানমন্ত্রী নিজেদের প্রচার করছে। 

তাঁর দাবি, সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে এই ক্যানভাস ব্যাগ তৈরিতে সম্পূর্ন ঘোটালা আছে। জনগণের অর্থ নয়ছয় করা হয়েছে। তাই ক্যানভাস ব্যাগের প্রকৃত বাজার মূল্য নিয়ে তদন্তের দাবি জানিয়েছে সিপিএম।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *