হুগলি, ২০ অক্টোবর (হি.স.): রাসায়নিক বোঝাই লরি ঠেলে নিয়ে যাওয়ার পথে বিপত্তি। বিদ্যুতের তার এবং ট্রান্সফর্মারের মাঝে পড়ে তড়িদাহত মোট ৬ জন। হুগলির আরামবাগ থানার হরিণখোলার বিরাটিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
শুক্রবার সকালে হরিণখোলার বিরাটিতে একটি রাসায়নিক সার বোঝাই লরি খালি করা হচ্ছিল। সেই সময় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বেশ কয়েকজন লরিটিকে পিছন থেকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তার পাশেই ছিল ট্রান্সফর্মার। ঠেলতে গিয়ে তড়িদাহত হন অন্তত ৬ জন।
এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং আরামবাগ থানার পুলিশের তৎপরতায় অসুস্থদের উদ্ধার করা হয়। তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে সকলের।