সিনিয়র মহিলা টি-২০ জাতীয় ক্রিকেটে ত্রিপুরা-রেলওয়েজের ম্যাচ বৃষ্টিতে নো-রেজাল্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। গ্রুপ লিগের দিনের তিনটি ম্যাচই হলো। বাধা পরলো দিনের শেষে  ত্রিপুরা – রেলওয়েজের ম্যাচটিতে। ‌ বৃষ্টির কবলে ম্যাচ শেষ পর্যন্ত নো রেজাল্টের গ্যারাকলে পয়েন্ট দুই-দুই করে ভাগ পেয়েছে দুই দল। দিনের আগবেলার তিনটি ম্যাচ জয় পরাজয় ফয়সালা হওয়ায় বিজয়ী তিন দল কিন্তু এক ধাপ এগিয়ে গেল মূল পর্বের লক্ষ্যে। বিসিসিআই আয়োজিত সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আসর ত্রিবান্দমে আজ থেকে শুরু হয়েছে। ৮ দলীয় গ্রুপের প্রথম দিনে প্রথম খেলায় ঝাড়খন্ড ৮৬ রানের ব্যবধানে সিকিম কে, দ্বিতীয় খেলায় পাঞ্জাব নয় উইকেট এর ব্যবধানে বিহারকে এবং তৃতীয় খেলায় হরিয়ানা ৩ উইকেটের ব্যবধানে আসাম কে পরাজিত করেছে। বিকেল সাড়ে চারটায় স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিনের চতুর্থ ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৭ ওভার খেলাও হয়েছে। এর মধ্যে এক উইকেট হারিয়ে ত্রিপুরা দল তেত্রিশ রান সংগ্রহ করেছিল। ইতোমধ্যে বৃষ্টিতে খেলা পন্ড। পুনরায় ম্যাচ শুরু করারও সুযোগ হয়নি। নো রেজাল্টের আবদ্ধে দুই দুই করে পয়েন্টে ভাগ বসিয়ে দুই দলই আগামীকালে দ্বিতীয় ম্যাচের মানসিক প্রস্তুতি নিচ্ছে।