ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী সহ অনেকেই

আগরতলা, ১৯ অক্টোবর: ত্রিপুরার নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। তিনি রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু গতকাল তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন। ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)মানিক সাহা। তাছাড়া, নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, মৎসমন্ত্রী সুধাংশু দাস এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়। 

প্রসঙ্গত, ত্রিপুরার নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। তিনি রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু গতকাল তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন। এদিকে, রঘুবর দাস ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)মানিক সাহা।

তাছাড়া, নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি সামাজিক মাধ্যমে বলেন, তাঁর পূর্ণ বিশ্বাস  ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে অভিজ্ঞতা ত্রিপুরা বাসীর সার্বিক কল্যাণে ও উন্নয়নে বিশেষ অবদান রাখবে।

পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব, মৎসমন্ত্রী সুধাংশু দাস এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায় নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।