আগরতলা, ১৯ অক্টোবর: দুর্গাপূজার প্রস্তুতি ও প্রতিমা নিরঞ্জন নিয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরহিত্য করেছেন মেয়র দীপক মজুমদার। তিনি সমস্ত কর্পোরেটরদের নিয়ে এদিন বৈঠক করেন। পূজোর প্রাককালে এদিনের চূড়ান্ত বৈঠক হয় বলে জানান মেয়র।
মেয়র জানান, দুর্গাপূজায় যাতে সমস্ত ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার করা, আলোকসজ্জার ব্যবস্থা করা এবং ড্রেনগুলি পরিষ্কার রাখা যায় তার জন্য ১৬ লক্ষ টাকা করে প্রতি ওয়ার্ডকে প্রদান করা হয়েছে। পাশাপাশি পুজো কমিটি গুলিকে এক বস্তা করে বিল্চিং পাউডার দেওয়া হয়েছে। বিশেষ করে আরো আলোচনা হয়েছে দশমী ঘাট এলাকায় যে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে।বিগত বছরগুলির মতো যে কার্নিভেলের আয়োজন করা হয় তা যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায় তার জন্য বৈঠকে আধিকারিকদের সাথে কথা হয়েছে। এবং তাদের কাছ থেকে জানা গেছে দশমীঘাট এলাকার কাজ পায় শেষ পর্যায়ে রয়েছে। কার্নিভালের সময় সেখানে ৯০ জন পৌরনিগমের কর্মী এবং তিনটি ক্রেনের ব্যবস্থা থাকবে। ক্লাবগুলি প্রতিমা নিয়ে আসলে নিজ দায়িত্বে সাথে পুর নিগম নিরঞ্জন করবে বলে জানান তিনি। অত্যন্ত আনন্দের সাথে শারদোৎসব সম্পূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। আয়োজিত বৈঠকের এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি কমিশনার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকার।