ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। অবশেষে ট্রাইবেকারে আড়ালিয়া যুবশক্তি দল, এনসি নগর বর্ডার কিংস দলকে ৫-৪ গোলে হারালো। মাঠের আনাচে কানাচে হাজার হাজার দর্শক উপভোগ করল আজকে সোনামুড়া আয়াত আলী স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচ। খেলাটি শুরু হয় সোয়া তিনটায়। আজকের এই ফাইনাল ম্যাচটি ৬০ মিনিটের খেলা হয়। আড়ালিয়া যুব শক্তি বনাম এনসি নগর বর্ডার কিংস দুই দল-ই খুবই শক্তিশালী ছিল। প্রথমার্ধের ৩০ মিনিটের খেলায় কোনও দলই গোল করতে পারে নি। দ্বিতীয়ার্ধের ত্রিশ মিনিটের খেলায়ও কোনও দল কেউ কাউকে গোল করতে পারেনি। এরপর সিদ্ধান্ত হয় ট্রাইবেকারের। ট্রাইবেকারে পেনাল্টি শুট আউটে এনসি নগর চারটি গোল করে এর মধ্যে একটি গোল মিস করে। আড়ালিয়া যুব শক্তি দল টাইব্রেকারে পাঁচটি গোল করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়। যখন ট্রাইবেকার হচ্ছিল তখন মাঠের চতুর্দিকে দর্শক পুরো গ্যালারি ভরপুর ছিল এবং পুরো ম্যাচে ছিল এক অন্যরকম টানটান উত্তেজনাময়। যে মাত্র শেষ গোলটি করার জন্য আড়ালিয়া যুবশক্তি দলের বিদেশি খেলোয়াড় গোল করেন তখন গ্যালারি ভর্তি দর্শক এবং আরালিয়া দলের সমর্থকরা মাঠের ভিতরে প্রবেশ করে ডিজে গানের মাধ্যমে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। বাঘাযতীন ক্লাবের উদ্যোগে এবং বাঘাযতীন ক্লাবের সভাপতি মামুন তালুকদার প্রচেষ্টা দীর্ঘ পাঁচ বছর পরে এই সোনামুরা খেলার মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পুরো ফাইনাল ম্যাচটি আয়োজক হিসেবে সভাপতি ভূমিকা পালন করেন মামুন তালুকদার। আর খেলাটি যার স্মরণে হচ্ছে উনি হলেন সোনামুরা নগর পঞ্চায়েতে ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়ার পিতা। খেলা চলাকালীন সময়ে এর মধ্যে ঘোষণা হয় মাঠে উশৃংখলতার কারণে সেমিফাইনাল ম্যাচে রাঙ্গামাটি আর দুই খেলোয়াড় গোলকিপার সুমন দে এই খেলার মাঠে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় তার পাশাপাশি খেলোয়ার বিশ্বজিৎ কে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে আজকের এই ফাইনাল ম্যাচে এন সি নগর, বর্ডার কিংস এর অধিকাংশ খেলোয়াড় ছিল ভুটান, ত্রিপুরা তথা উত্তর-পূর্ব অঞ্চলের অন্যদিকে আড়ালিয়া যুবশক্তি ১১ জন খেলোয়াড়ের মধ্যে ৬ জন ছিল নাইজেরিয়ান খেলোয়ার। এ খেলায় সদ্যপ্রয়াত বাঘাযতীন ক্লাবের প্রাক্তন সম্পাদক আব্দুল মতিনকেও স্মরণ করা হয়। সর্বোপরি খেলার আয়োজন কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া বিশিষ্ট সমাজসেবক শুভঙ্কর সরকার, ইউসুফ মিয়া, খেলার আয়োজক কমটির সভাপতি মামুন তালুকদার, সেক্রেটারি রাসুল রহমান সহ আরো অন্যান্য মান্যগণ্য ব্যক্তিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরাজিত দলকে রানার্স হিসেবে ৩০০০০ টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয় এবং দুই দলকে পঞ্চাশ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আজকে সোনামুড়া খেলার মাঠে খেলার সমাপ্তি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে।
2023-10-19

