পঞ্জাবের পাটিয়ালায় ৬৭ বছর বয়সী বৃদ্ধকে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের


পাটিয়ালা, ১৯ অক্টোবর (হি.স.): পঞ্জাবের পাটিয়ালায় ৬৭ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে পাসি রোডের কাছে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মৃত বৃদ্ধ একজন প্রাক্তন ব্যাঙ্ক কর্মচারী, তাঁর নাম বলবীর সিং, তিনি সন্ত নগরে থাকতেন।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক দল। দেহের পাশ থেকে অপরাধে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গিয়েছে। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি শুরু হয়েছে তদন্ত।