বেঙ্গালুরু, ১৯ অক্টোবর (হি.স.): কর্ণাটক জেডিএস-এর সভাপতির পদ থেকে সি এম ইব্রাহিমকে সরিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রধান এইচ ডি দেবেগৌড়া। সি এম ইব্রাহিমকে সভাপতির পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি ভেঙে দিয়েছেন রাজ্য ওয়ার্কিং কমিটি। জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া তাঁর ছেলে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে দলের অ্যাড-হক রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন।
এ বিষয়ে এইচ ডি কুমারস্বামী বলেছেন, আমাদের দলের জাতীয় সভাপতি পুরানো (কর্নাটক) ইউনিট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দলকে শক্তিশালী করার জন্য একটি অ্যাড-হক কমিটি ঘোষণা করেছেন। সি এম ইব্রাহিমকে আচমকাই কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কর্ণাটকের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

