নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর : ছাত্র বন্ধু ক্লাবের এবারের আকর্ষন রূপার প্রতিমা। আজ সন্ধ্যায় ক্লাবের পূজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এই পূজো মন্ডপ দর্শনের জন্য রাজ্যের উৎসাহী নাগরিক ইতিমধ্যেই পূজো মন্ডপমুখী হতে শুরু করেছে। এবারে ছাত্র বন্ধু ক্লাবে মায়ের রূপ থাকছে অস্ত্রহীন। মায়ের মাতৃ রূপ ফুটিয়ে তোলা হয়েছে এইবারের প্রতিমাতে। হাবড়ার বাণীপুরে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার প্রায় চারমাস ধরে প্রতিমা তৈরি করেছেন। প্রতিমা প্রস্তুতির সময় নিরাপত্তার জর বিশেষ জোর দেওয়া হয়েছিল। নিরাপত্তার জন্য রাখা হয়েছিল ৪ জন গানম্যানকে। ১২টি সিসি ক্যামেরায় সর্বক্ষণ পাহারা দেওয়া হত রুপোর দুর্গাকে। এমনটাই জানা গেছে।
উল্লেখ্য গত জুন মাস থেকে শুরু করেছিলেন রুপোর ঠাকুর তৈরি করার কাজ। রবিবার অবশেষে বিমানে আগরতলার নিয়ে আসা হয় এই মূর্তি।