কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সময়ের আগেই সিবিআইয়ের দফতরে প্রবেশ করেছেন তিনি। তাঁকে সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। গৌতমবাবু নিজাম প্যালেসে পৌঁছন ৫টা ৫৩ মিনিটে। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে।
চতুর্থীর সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতমকে প্রাথমিক নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে যেতে বলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি জানান, গৌতমবাবুর সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। বুধবার হাই কোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। ২০১৪ সালের টেট দুর্নীতি সংক্রান্ত ওই রিপোর্ট দেখার পরেই গৌতমবাবুকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘‘এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।’’ তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের স্বাধীনতাও সিবিআইকে দিয়েছেন বিচারপতি।