বেঙ্গালুরুতে একটি আবাসনে বিধ্বংসী আগুন, ঝাঁপ দিয়ে আহত একজন

বেঙ্গালুরু, ১৮ অক্টোবর (হি.স.) : বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকায় বুধবার একটি বাণিজ্যিক আবাসনের উপরের তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বিভাগের আটটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আবাসনের মধ্যে থাকা ক্যাফে থেকে আগুনের সূত্রপাত হয়। পথচারীরা বিকট শব্দ ও বিস্ফোরণের আওয়াজ পেয়ে দমকলে খবর দেয়।

বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকায় ফোরাম মলের উল্টোদিকের আবাসনে আগুন লাগে। বেঙ্গালুরুর তাভারেকরের মেইন রোডে মুডপাইপ ক্যাফেতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। বুধবার সকাল ১১টা ৪৫ নাগাদ আগুন লাগে। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এডিজিপি এইচ হরিশেকরন জানান, এডিজিপি ফায়ার অ্যান্ড সার্ভিসেস পি হরিশেকরন বলেছেন, “৪-৫টিরও বেশি সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। ৪টি দমকলের ইঞ্জিনকে ডাকা হয়েছে। বিল্ডিং থেকে লাফিয়ে পড়া একজন আহত হয়েছেন। আমরা আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছি। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। সন্ধ্যা নাগাদ আমরা আগুন লাগার সঠিক কারণ জানতে পারব।একজন বিশেষজ্ঞকে ডাকতে হবে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা বোঝার জন্য।”