সন্তোষ ট্রফি ফুটবলে তেলেঙ্গানার কাছে হেরে পিছিয়ে ত্রিপুরা

তেলেঙ্গানা-‌১

ত্রিপুরা-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। দুরন্ত লড়াই। তারপরও শেষ রক্ষা হলো না। শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারতে হলো ত্রিপুরাকে। নূণ্যতম গোলে। ৭৭ তম সন্তোষ ট্রফি ফুটবলে। মহারাষ্ট্রের কোলাপুরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ত্রিপুরার ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। গোল করার মতো সুযোগও পেয়ে গিয়েছিলো। কিন্তু মঈণুদ্দিনদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। শেষ ম্যাচে লালকার্ড দেখায় এদিন খেলতে পারেননি ভক্তিপদ জমাতিয়া। এছাড়া চোটের জন্য প্রথম একাদশের বাইরে ছিলেন জয় কিষান ঘাষি। ফলে শুরু থেকেই দলের রক্ষণভাগ কিছুটা নড়বড়ে ছিলো। তারপরও দুর্দান্ত লড়াই করেন ত্রিপুরার ফুটবলাররা। ৮৭ মিনিট আটকেও রেখেছিলো বিপক্ষ দলকে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে ইনজুরি টাইমে গোল হজম করে ত্রিপুরা। ওই সময় যখন রক্ষণাত্তক খেলার কথা ছিলো তখন কিছুটা আক্রমাত্তক খেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন খোদ ত্রিপুরার ফুটবলাররাই। আর তাতেই কাল হয়। এদিনের পরাজয়ের ফলে অনেকটাই পিছিয়ে পড়লো ত্রিপুরা। ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৪। খেলা শেষে ত্রিপুরা দলের সহকারি কোচ আবু তাহের টেলিফোনে বলেন,”শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারতে হলো আমাদের। হায়ুং, মঈণুদ্দিন-‌রা যে সুযোগ নষ্ট করেছে তা ক্ষমার অযোগ্য। আমরা সুযোগ হাতছাড়া করেছি, আর বিপক্ষ দল একটি সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। পরাজয়ের ফলে গ্রুপ থেকে বেরুনোর সুযোগ হাতছাড়া হয়ে গেলো আমাদের”। ২০ অক্টোবর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ মহারাষ্ট্র।  ‌‌ গ্রুপের অপর খেলায় মহারাষ্ট্র ৬-০ গোলের ব্যবধানে অন্ধ্রপ্রদেশকে এবং লাক্ষাদ্বীপ এক-শূন্য গোলের ব্যবধানে আন্দামান নিকোবরকে পরাজিত করেছে।