কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): ভরা পুজোয় ফের চোখ ভিজল শহরের এক পরিবারের। ডেঙ্গিতে একরত্তিকে হারাল পার্কসার্কাসের পরিবার।
গত কয়েকমাসে মূলত যা নিয়ে উদ্বেগ বাড়ছিল, তা হল বর্ষা। বৃষ্টির জমা জল খলনায়ক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বর্ষা চলে গেলেও পিছু ছাড়ল না ডেঙ্গি। মাত্র ২ মাস হয়েছিল , পৃথিবীর আলো দেখেছিল সে। তবে ডেঙ্গি আক্রান্ত হয়ে চলে যেতে হল তাঁকেও।
ডেঙ্গি আক্রান্ত হয়ে পার্ক সার্কাসে মৃত্যু হয়েছে তিলজলার শিশুর। জানা গিয়েছে, ওই শিশুর বয়েস মাত্র ২ মাস। ২৯ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। পরদিনই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে দেওয়া হয় ডেঙ্গি আক্রান্ত শিশুকে। ১৪ অক্টোবর মৃত্যু, ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ।