ত্রিপুরা : ৭
হরিয়ানা: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। জন জমাতিয়ার দুর্দান্ত ডাবল হ্যাটট্রিক। হরিয়ানার মতো দলকে সাত গোলে হারিয়ে ত্রিপুরার জুনিয়র ফুটবলাররা আন্তর্জাতিক ফুটবল আসরে দারুন নজর কেড়েছে। তবে এই জয় পেলেও দ্বিতীয় ম্যাচে গোয়ার কাছে ন্যূনতম গোলে হারের ব্যথা সঙ্গে নিয়ে ঘরে ফেরার টিকিট কেটে নিতে হচ্ছে। কেননা, ৬২ তম সুব্রত মুখার্জি কাপ জুনিয়র বালকদের অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দলই শুধুমাত্র মূল পর্বে অর্থাৎ কোয়াটার ফাইনাল পর্যায়ে খেলার সুযোগ পাবে। প্রথম ম্যাচে ত্রিপুরার ছেলেরা মিজোরামের সৈনিক স্কুলকে চার-এক গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে গোয়ার কাছে ০-১ গোলে পরাজয়ই ত্রিপুরার কাল হয়েছে। তৃতীয় ম্যাচে আসামের সঙ্গে দুই-দুই গোলে ড্র এবং আজ, মঙ্গলবার লীগের চতুর্থ তথা শেষ ম্যাচে হরিয়ানাকে ৭-০ গোলে হারালেও কার্যত আসাম জি- গ্রুপে এগিয়ে রয়েছে শেষ আটে খেলার লক্ষ্যে।